বন্ধুরা দেশের চলমান পরিস্থিতি সার্বিক বিবেচনায় এবং সরকারবিরোধী পোস্ট করার কারণে ফেসবুক বাংলাদেশে বন্ধ আছে এ কথা তো আমরা সবাই জানি? আর ফেসবুক বন্ধ থাকার কারণে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে ফেসবুক চালানোর চেষ্টা করছেন। বিশেষ করে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ ভিপিএন ব্যবহার করে বেশিরভাগ মানুষই ফেসবুক ব্যবহার করছেন। তবে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানো মোটেও ঠিক নয় এতে করে আইডির ক্ষতি হতে পারে পাশাপাশি আপনার প্রাইভেসিও নষ্ট হতে পারে।
আর তাই এবার আমরা চেষ্টা করছি বাংলাদেশের ফেসবুক বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে আপনি কোন থার্ড পার্টি পন্থা বা ভিপিএন ইউজ না করে কিভাবে ফেসবুক লিগালি চালাবেন সেই ব্যাপার নিয়ে। তো চলুন শুরু করা যাক এবং দেখে নেয়া যাক কিভাবে ভিপিএন ছাড়া ফেসবুক চালাবেন সেই ব্যাপারে।
ভিপিএন ছাড়া ফেসবুক চালানোর জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখান থেকে একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে ব্রাউজার এর নাম আপনারা জেনে থাকবেন খুবই ফেমাস ব্রাউজার সেটি হলো *ওপেরা মিনি* তো আপনাদের সুবিধার্থে আমি অপেরা মিনি ডাউনলোড লিংক এখানে দিয়ে দিচ্ছি আপনারা এক ক্লিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Opera mini download link: https://play.google.com/store/apps/details?id=com.opera.mini.native
অপেরা মিনি ডাউনলোড করা হয়ে গেলে ব্রাউজারটি ওপেন করুন ওপেন করার সাথে সাথে আপনি উপরে দেখবেন ব্রাউজার এই বুকমার্ক করা আছে ফেসবুক। তো সিম্পলি ফেসবুকে ক্লিক করবেন, এবং দেখবেন লিগালি আপনি ফেসবুকে প্রবেশ করতে পারছেন কোন রকম কোন ভিপিএন ছাড়াই, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি প্রমাণ হিসাবে আপনি চাইলে দেখতে পারেন।